হারিয়ে যাওয়া দিনটি
আব্দুল মান্নান মল্লিক
বিলীন হয়নি আজও
পূরানো দিনের স্মৃতি।
ভুলিতে পারিনি আজও
তোমার সেই মিষ্টি মধুর হাসি।
সুখের গহিন বনে সুখের নীড়ে
প্রাচীনকে আছ ভুলে।
তবু থাকি পথো চেয়ে তোমার তরে
হৃদয় দ্বার খুলে।
ডিঙিয়ে আসা কত দিন, কত রাত বছর,
ছিলাম দুজন অবুঝো কিশোর।
আজো মনে হয় ফিরে আসুক সেদিন আবার।
পুতুল ঘরের খেলার সাথি,
জ্বালিয়ে ছিলাম জোনাকি বাতি,
হৃদয় কোণের ঝাড়বাতি আজ ভেঙে চুরমার।।
মনে পড়ে ছিল কথা,
কাব্য হয়ে হৃদয়ে গাঁথা,
সুরেলাতে বাজে সুর ফিরে মন উতলা।
তুমি ছাড়া একাকী,
সারারাত জেগে থাকি,
চেয়ে দেখি আমি শুধু নির্জন নিরালা।।
আব্দুল মান্নান মল্লিক
বিলীন হয়নি আজও
পূরানো দিনের স্মৃতি।
ভুলিতে পারিনি আজও
তোমার সেই মিষ্টি মধুর হাসি।
সুখের গহিন বনে সুখের নীড়ে
প্রাচীনকে আছ ভুলে।
তবু থাকি পথো চেয়ে তোমার তরে
হৃদয় দ্বার খুলে।
ডিঙিয়ে আসা কত দিন, কত রাত বছর,
ছিলাম দুজন অবুঝো কিশোর।
আজো মনে হয় ফিরে আসুক সেদিন আবার।
পুতুল ঘরের খেলার সাথি,
জ্বালিয়ে ছিলাম জোনাকি বাতি,
হৃদয় কোণের ঝাড়বাতি আজ ভেঙে চুরমার।।
মনে পড়ে ছিল কথা,
কাব্য হয়ে হৃদয়ে গাঁথা,
সুরেলাতে বাজে সুর ফিরে মন উতলা।
তুমি ছাড়া একাকী,
সারারাত জেগে থাকি,
চেয়ে দেখি আমি শুধু নির্জন নিরালা।।
No comments:
Post a Comment