Thursday, 21 April 2016

√ সরসী উর্বশী

সরসী উর্বশী

আব্দুল মান্নান মল্লিক

সরসো কিনারে চরে সারসো সারসী,
মাঝজলে খেলা করে হংস আর হংসী।
তুচ্ছ পতত্রী হিমেল কমলো পত্রে আলিঙ্গনে লুটোপুটি।
অদূর আকাশে গাঙচিল উড়ে ঝাঁকে,
করে ছুটোছুটি।।
পুষ্পপত্রে মেলেছে ডানা পুষ্পগর্ভে ফুটিয়ে হুল প্রজাপতি মধু পানাহারি।
গেঁজে ওঠা মধুপানে হয়েছে মাতাল
ভ্রমর-ভ্রমরী!
কমল পত্রে ছত্রধারী দাদুর ছায়াতলে,
লম্ফঝম্পয় ফড়িং ধরে কখনো ডুবে জলে।
কতশত পরিচয়ে বৃক্ষসারি, চালতা গাব তেতুল  কামরাঙা, হরিতকী, 
জানা অজানা আরো কতকি!
সরসো পাড়ে বিরাজিত শাখে-শাখে আরও ঐ
সারসো সারসী।
বাধা পড়ে গেছে বুঝি হারিয়েছে পথ উর্বশী।
শৈশব অস্তিত্ব ভার মস্তিষ্কে আজো,
সজীব সরসী।
এলো গেলো কতো, সত্য ত্রেতা দ্বাপর, হবেই হবে কলির ও পতন।
দমিত সরসী সেথা আদি অনন্ত চিরন্তন।।

No comments:

Post a Comment