গরীবের বৈশাখ!
আব্দুল মান্নান মল্লিক
পুষ্পগন্ধে মাতাল সবাই,
গরীব মাতাল ভাতে।
ঘরে অভাব বাইরে সুবাস,
বলতে কি দোষ তাতে।
বৈশাখ কথা তুলতে বলে,
ইলিশ পান্তাভাতে।
খেয়েছে কি খায়নি কেউ,
বৈশাখ মাসের রাতে।
নিজের নিয়ে ব্যস্ত সবাই,
কে কার খোজ রাখে!
সবুজ পাতায় রঙিন ফুলে,
রঙিন স্বপ্ন মাখে।
গ্রীষ্মকাল আর বর্ষাকাল,
কিবা শীতের দিন।
সব দিনটা সমান সমান,
গরীবের দুর্দিন!
আব্দুল মান্নান মল্লিক
পুষ্পগন্ধে মাতাল সবাই,
গরীব মাতাল ভাতে।
ঘরে অভাব বাইরে সুবাস,
বলতে কি দোষ তাতে।
বৈশাখ কথা তুলতে বলে,
ইলিশ পান্তাভাতে।
খেয়েছে কি খায়নি কেউ,
বৈশাখ মাসের রাতে।
নিজের নিয়ে ব্যস্ত সবাই,
কে কার খোজ রাখে!
সবুজ পাতায় রঙিন ফুলে,
রঙিন স্বপ্ন মাখে।
গ্রীষ্মকাল আর বর্ষাকাল,
কিবা শীতের দিন।
সব দিনটা সমান সমান,
গরীবের দুর্দিন!
No comments:
Post a Comment