Wednesday, 6 April 2016

শুধু তোমার সাথে

শুধু তোমার সাথে

আব্দুল মান্নান মল্লিক

সাথী ওগো বল একবার রেখে হাতেহাত,
চল যায় দূরে ঐ নাই যেথা বাঁধন উৎপাত।
মেঘেদের সাথে নইলে বাতাসে ভেসে,
হারাতে চাই দুজন কোনো অজানা দূরদেশে।
হরিণের চাউনি যেথায় পাখিদের গান,
বৃক্ষরাজ যেথায় এলোমেলো ফুলের বাগান।
থাকবেনা বাধাবিঘ্ন হবে চেতনার উন্মেষ,
তুমি আমি গড়ব সেথায় নতুন এক দেশ।
দুজনে থাকব সেথায় জড়িয়ে লতাপাতাই,
পুষ্পগন্ধ বিহগগীতিই মাতব প্রেমের খেলায়।
ছোট্ট কুটির বাঁধব দুজন কাঁটাগাছের বেড়া,
নলখাগড়ায় গড়ব খুঁটি শুকনো পাতায় মুড়া।
ফুল কুড়াতে উঠবো দুজন যখন ভোরবেলা,
শ্যামলতাতে গাঁথবে তুমি বুনো ফুলের মালা।
বুনো ফুল খোঁপায় দিবো পুষ্পমালা গলায়,
মুড়িয়ে দিব সারা অঙ্গ গাছের সবুজ পাতায়।
দেখবে তখন কৃষ্ণ আমি তুমি আমার রাধা,
মাধবীলতায় দুলব দুজন কেউ দিবেনা বাধা।

No comments:

Post a Comment