Sunday, 10 April 2016

√ ভবঘুরে

ভবঘুরে

আব্দুল মান্নান মল্লিক

আমি এক দিশাহারা পথের পথিক,
কোথায় কখন থামবে জীবন,
তার নাই ঠিক।
পথই আমার জীবন সাথি,
পথে পথে দিবারাতি।
শৈশব কথা মনে করি,
ফুটপাতের সেই হামাগুড়ি।
জনবহুলের পদতলে,
খেয়েছি কত গড়াগড়ি।
সেসব কথা থাকনা বাকী,
আজকের দিনে বাউলগীতি।
বিনা সুতোই বাজিয়ে বীণা,
গান গেয়ে হয় বাউলানা।
কেউ জানেনা আসল ঠিকানা,
দুই চোখ সবার একটি কানা।
বাউল গানে দেশে দেশে,
জনবহুল পথের ধারে।
কেউবা বলে পাগল নাকি,
কেউবা দেখে ভবঘুরে।
কানাকানি করছে আবার,
আমি নাকি বেজন্মা।
তবে কি ওরা জানে সবাই,
আমার মায়ের ঠিকানা?

No comments:

Post a Comment