Thursday, 14 April 2016

অভিমানী বঙ্গ

অভিমানী বঙ্গ


আব্দুল মান্নান মল্লিক


হঠাৎ করে ঘুম ভেঙে যায় রাত বারোটার পরে,

ঘুমের ঘোরে চমকে দেখি বন্ধু নাই ঘরে।

বরণডালা সাজিয়ে তোমায় তুলেছিলাম ঘরে,

ছিলনা বুঝি বলার কিছু দূরে গেলে সরে। 

কে শুনাবে বিহগ গীতি কে ফোটাবে ফুল,

কে বাজাবে নিশ্বাস ছেড়ে বিজলি তারে শূর।

রাঙিয়ে দিয়ে আকাশ তুমি ছড়িয়ে দিয়েছ রং,

ফুলের মধু ঝরবেনা ছুঁয়ে বাংলা মায়ের চরণ।

শাখে-শাখে নাচবেনা পাখী গাইবেনা আর গান,

এসো হে বন্ধু বসন্ত আবার জুড়াবে বাংলার প্রাণ।

বাগানের ফুল শুকিয়ে যায় মাটিতে পড়ে ঝরে,

আবার তুমি আসবে কবে বাগান দিবে ভরে।

একটি বছর রেখেছিলাম ভালোবাসায় ধরে,

কোন দেশেত বন্ধু তুমি আবার গেলে ফিরে।

নিঠুর বন্ধু তুমি হে বসন্ত করেছ প্রতারণা,

ভালোবাসার মূল্য কতো তুমি কি বুঝনা?

ভালোবাসার ভালো কথা মনে যদি পড়ে,

তোমার লাগি মুক্ত দ্বার আবার এসো জুড়ে।




No comments:

Post a Comment