Sunday, 3 April 2016

কাংসি মাঠের পরী

কাংসি মাঠের পরী

আব্দুল মান্নান মল্লিক

কাংসি মাঠের দূর প্রান্তে,
খড়ে ঢাকা গ্রাম।
মাঠের মাঝে দিন-দুপুরে,
পরি নাচে অবিরাম।

নীলা পরির বাসা সেথায়,
ছিল সবার জানা।
জাদু দিয়ে টানবে কাছে,
মানুষ যেতে মানা।

ঠাই দুপুরে কাংসি মাঠে,
দেখে আসি তারে।
উষ্ণ ঠোটের চোঁয়া দিয়ে,
হৃদয় চুরি করে।

দুই ডানাতে পিঠের উপর,
ময়ূর ঢঙে নাচে।
স্বর্ণ আভা গায়ের রঙে,
পায়ে নূপুর বাজে।

টেরা চোখের চাউনি ছিল,
মিষ্টি হাসির ভাজে।
হাসলে দন্তে মুক্তো ঝরে,
গড়ন পুতুল ছাঁচে।

আলতা ছাঁকা পায়ের রঙে,
ফুল গোলাপি গাল।
রূপ বাহারি নীল শাড়িতে,
হয়ে গেছি মাতাল।

No comments:

Post a Comment