পাপের আসামি
আব্দুল মান্নান মল্লিক
নির্মল কর হে ধরণী সদয় কর হৃদয়,
মুছে দাও মনের গ্লানি পাপের কর ক্ষয়।
খুলে দাও হে জ্ঞানেন্দ্রিয় সবার সমান,
করিবারে হবে সক্ষম পাপের অবসান।
ধুলোমাখা পাপপুণ্যি এই ধরণীর পরে,
কেউ করে পুণ্যি লাভ কেউ পাপে মরে।
খুজে পাই পূণ্যি সেজন দিয়েছ সুদৃষ্টি,
অন্ধ করেছ যারে সেতো তোমারি সৃষ্টি।
অলক্ষ্যে রয়েছ তুমি প্রাণীর অনুকূলে,
তবু কেউ রয়েছে শীর্ষে কেউ পদতলে।
প্রভু দয়াময় একি তোমার সৃষ্টির কারণ,
খুলে দাও বন্ধ নয়ন করিব পুণ্যি চয়ন।
দাঁড়াইব যেদিন তোমার বিচারের দ্বারে,
আপত্তি করিব সেদিন কাঁদিয়া চিৎকারে।
ক্ষমা করে দাও হে প্রভু তুমি অন্তর্যামী,
লালসার পরবশে আমি পাপের আসামি।
আব্দুল মান্নান মল্লিক
নির্মল কর হে ধরণী সদয় কর হৃদয়,
মুছে দাও মনের গ্লানি পাপের কর ক্ষয়।
খুলে দাও হে জ্ঞানেন্দ্রিয় সবার সমান,
করিবারে হবে সক্ষম পাপের অবসান।
ধুলোমাখা পাপপুণ্যি এই ধরণীর পরে,
কেউ করে পুণ্যি লাভ কেউ পাপে মরে।
খুজে পাই পূণ্যি সেজন দিয়েছ সুদৃষ্টি,
অন্ধ করেছ যারে সেতো তোমারি সৃষ্টি।
অলক্ষ্যে রয়েছ তুমি প্রাণীর অনুকূলে,
তবু কেউ রয়েছে শীর্ষে কেউ পদতলে।
প্রভু দয়াময় একি তোমার সৃষ্টির কারণ,
খুলে দাও বন্ধ নয়ন করিব পুণ্যি চয়ন।
দাঁড়াইব যেদিন তোমার বিচারের দ্বারে,
আপত্তি করিব সেদিন কাঁদিয়া চিৎকারে।
ক্ষমা করে দাও হে প্রভু তুমি অন্তর্যামী,
লালসার পরবশে আমি পাপের আসামি।
No comments:
Post a Comment