Wednesday, 13 April 2016

বর্ষ বিদায়ে নববর্ষ

বর্ষ বিদায়ে নববর্ষ

আব্দুল মান্নান মল্লিক

বসন্তের আজ বিদায়কালে,
কাঁপিয়ে মর্তভূমি।
এতদিনতো ভালোই ছিলে,
যাবার কালে দুষ্টুমি।
তপ্ত আকাশ স্তব্ধ বাতাস,
বাংলাতে নির্বর্ষ।
আতপ বোঝা মাথায় নিয়ে,
ওই যে নববর্ষ।
বসন্ত যাবে আসবে তুমি,
রাত বারোটার পরে।
নববর্ষের গ্রীষ্ম বৈশাখী,
রোদের ছাতা ধরে।
তপ্ত করে আকাশ বাতাস,
বিকাল বেলায় ঝড়।
এমনি করে কাঁপবে নাকি,
আবার বাড়িঘর?

No comments:

Post a Comment