Saturday, 23 April 2016

√ দুই মাতালের যুক্তি

দুই মাতালের যুক্তি

আব্দুল মান্নান মল্লিক

দুই মাতালে যুক্তি করে, বলে অনেক কথা,
জলে যদি আগুন জ্বলে, মাছ থাকবে কোথা?
হুদন বলে শুনরে ভুদন, বলব একটি কথা?
গাছের ডালে বাঁধবে বাসা, কিসের মাথা ব্যথা?
তাই কখনো হয় রে হুদন, তুইযে নিরেট চাষা,
মাছ কি হবে ঘোড়া ভেড়া, বাঁধবে গাছে বাসা?
ভাবিনি তো ভুদন ভায়া, বুদ্ধি অনেক আছে,
ধরতাম তবে জলে পাখি, মাছ ধরতাম গাছে।
বলতো দেখি ভুদন ভায়া, এই কথাটির মানে,
আকাশতলে বাতি জ্বলে, ঝুলছে কিসের টানে?
মদের নেশায় ভুদন বলে, মিটায় যত ক্ষোভ,
দেশের কথা তুলবো ধরে, বলবো খুলে সব।
বলতো দেখি উলটা সিধা, ধরণিটা একি,
ঘুরতে থাকে সূর্য বুঝি, কারো জগৎ নাকি?
দেশসুদ্ধ মাতাল সবাই, কে কত আর জানে,
তত্ত্বজ্ঞানী আমরা দুজন, তাইতো সবাই মানে।
হুদন বলে বলছে সবে, আমরা নেশায় ঘোর,
পণ করেছে গাঁয়ের লোকে, ছাড়াবে বাড়িঘর।
ভুদন বলে আস্ত বোকা, মারবো টেনে চোড়,
হুদন বলে মাথা বাদে, যা খুশি তাই কর।


No comments:

Post a Comment