বৈশাখীর স্পর্ষকাতর
আব্দুল মান্নান মল্লিক
বসন্ত সাজিয়ে গেল মনোহর সৃস্টি,
হিংসায় জ্বলিসনা আর দিসনা কুদৃষ্টি।
বৈশাখের স্বীকৃতি বছরের শুরুতে,
প্রবেশিয়া ভাঙচুর করে যাস অক্ষান্তে।
গর্জে ওঠে মেঘ যখন ডাকে কড়কড়,
শান্ত বাতাস পাগল হয়ে বয়ে যাস ঝড়।
দায়ভার নিয়ে আসিস করিতে নশ্বর,
আকাশে ফাটিয়ে বাজি বয়ে দিস ঝড়।
ধনিদের পাথুরে ঘর এড়িয়ে নজর,
ভেঙে দিস গরীবের ছোট ঝুপড়ি ঘর।
উল্লাসিত বৃক্ষশাখা কচিকাঁচা পাতায়,
নির্মম হৃদয়ে তুই জ্বলে উঠিস হিংসায়।
প্রহর গুনেছে মানুষ উন্মত্তের ঝড়ে,
কৃষ্ণচূড়া রাধাচূড়া পলাশ গেছে ঝরে।
বয়ে যাস ঝড় যখন দেখিয়ে মহত,
পশুপাখি হারায় প্রাণ কেউ হারায় পথ।
বাসা ছাড়া পাখিদের মরণপণ লক্ষণ,
ঝাঁক ছাড়া পাখিগুলো খুজে প্রিয়জন।
কেউ ডিমে দেয় তা কারো বাসায় ছা,
হিংসার কবলে নশ্বর পুরা করিস ইচ্ছা।
ছুটে আসিস নভ ভেদি অগ্নির গোলা,
বৃক্ষশীর্ষে আগুন জ্বলে সর্বনাশা খেলা।
যেখানেই আছিস তুই সেইতো ভাল,
তোর পরশে মলিন হবে জগতের আলো।
No comments:
Post a Comment