Thursday, 7 April 2016

সন্ধানের অবসান

সন্ধানের অবসান

আব্দুল মান্নান মল্লিক

ভূবন গোলাকারে
দিবানিশি ঘুরি চক্রাকারে,
হন্যেতে ভূবন গোলাধারে।
অবশেষে সপ্তসাগর পেরিয়ে
উপস্থিতি ভূবন কিনারে।
ঢালু ভেঙে যায় যতবার, পাড়ে উঠিবার
শত চেষ্টা করি।
ফিরে আসি পুনর জলাধারে
খেয়ে গড়াগড়ি।
সকাল দুপুর পেরিয়ে শেষ বিকেলে,
শত চেষ্টা যায় সবই বিফলে।
যতটুকু ছিল আশ্বাস, হারিয়ে বিশ্বাস
অজান্তে রয়েছি পড়ে, চোরাবালির গড়ে
ক্রমান্বয়ে তলিয়ে যায় গলায়গলায়
সর্বাঙ্গ ঢাকি।
মস্তক শুধু ক্ষণিকের অপেক্ষায় বাকি।
তবু আছি ব্রতের সাথে জাগি।

No comments:

Post a Comment