দিশাহারা পথচারী
আব্দুল মান্নান মল্লিক
বয়ে গেছে দিন সব
সম্মুখে ভারী রাত্রি।
আমি এক দিশাহারা পথচারী।
চন্দ্রপ্রদীপ নিভে গেছে,
নাহয় মেঘে ঢেকে আছে,
বিক্ষিপ্ত হয়েছে তারাদের সারি।
আমি এক দিশাহারা পথচারী।
জমাট বেঁধেছে মেঘ অন্ধকার,
নিজেকে হারিয়ে খুজি বারবার।
চেনা পথ আঁকাবাঁকা,
ধুলোয় পড়েছে ঢাকা।
দেখাও হে পথ, পথের দিশারী।
আমি এক দিশাহারা পথচারী।
পদতল হতে বহুদূরে
মৃত্তিকা ধীরেধীরে যায় সরে।
বাতাসে হারায় শ্বাসপ্রশ্বাস,
এই বুঝি প্রলয় আভাস।
তবু চলে টিকটিক জীবন্ত ঘড়ি।
আমি এক দিশাহারা পথচারী।
চেয়ে দেখি চারিদিক
জ্ঞান হারিয়ে দিগ্বিদিক।
পথ হারিয়ে পথের পথিক ঘুরি,
আমি এক দিশাহারা পথচারী।
আব্দুল মান্নান মল্লিক
বয়ে গেছে দিন সব
সম্মুখে ভারী রাত্রি।
আমি এক দিশাহারা পথচারী।
চন্দ্রপ্রদীপ নিভে গেছে,
নাহয় মেঘে ঢেকে আছে,
বিক্ষিপ্ত হয়েছে তারাদের সারি।
আমি এক দিশাহারা পথচারী।
জমাট বেঁধেছে মেঘ অন্ধকার,
নিজেকে হারিয়ে খুজি বারবার।
চেনা পথ আঁকাবাঁকা,
ধুলোয় পড়েছে ঢাকা।
দেখাও হে পথ, পথের দিশারী।
আমি এক দিশাহারা পথচারী।
পদতল হতে বহুদূরে
মৃত্তিকা ধীরেধীরে যায় সরে।
বাতাসে হারায় শ্বাসপ্রশ্বাস,
এই বুঝি প্রলয় আভাস।
তবু চলে টিকটিক জীবন্ত ঘড়ি।
আমি এক দিশাহারা পথচারী।
চেয়ে দেখি চারিদিক
জ্ঞান হারিয়ে দিগ্বিদিক।
পথ হারিয়ে পথের পথিক ঘুরি,
আমি এক দিশাহারা পথচারী।
No comments:
Post a Comment