Monday, 11 April 2016

√ বৈশাখী বাঙালি

বৈশাখী বাঙালি

আব্দুল মান্নান মল্লিক

এ উহারে ডেকে বলে ফিসফিসিয়ে কানাকানি,
নতুন বছর নতুন খবর সবার হল জানাজানি। 
নতুন সাজে বাংলা আবার নতুন সবুজ পাতায়,
নাই সংঘাত বিভেদ বিবাদ নতুন ভালোবাসায়।
লালপেড়েতে সাদা শাড়িয় বধুরা এ্যালো চুলে,
আটপৌরেতে পাড়ার মেয়ে খোঁপা বাঁধে ফুলে।
দোলনচাঁপা শাখায় শাখায় মৃদু হাওয়ায় দোলে,
কাঁঠালচাঁপা পাতার আড়ে সুবাসে কথা বলে।
লাউ কুমড়া গাছে গাছে জড়িয়ে ধরে লতা,
প্রেম প্রীতি ভালোবাসা মানুষে মানুষ একাত্মা।
স্বর্গ মোদের গর্ব মোদের সুখ-সাগরে হাবুডুবু, 
এক নামেতে চেনা সবার বৈশাখী বাঙালী বাবু ।
আমরা সবাই বাঙালি বাবু থাকিনা জাতপাতে,
নিত্য দিনে বৈশাখ মাসে বুনো পাখিদের সাথে।
কথায় কথায় বলছে সবাই ইলিশ পান্তাভাত,
আকাশ ছোঁয়া দামের কথা লাগায় কজন হাত?
শাকের সাথে ইঁচড় ভাতে কাঁচা আমের ডাল্।
আমির গরিব খাবে সবাই বাংলার মোটা চাল্।
হাতের কাছে হাত বাড়ালে গাছে গাছে ঝুলে,
চিচিঙ্গা ঝিঙা করলা বেগুন দেশী মাছের ঝলে।
উচ্ছে পটল লাউ কুমড়া বারো মাসের আলু,
সাহেব ছাড়া গর্ব মোদের আমরা বাঙালি বাবু।



No comments:

Post a Comment