Monday, 4 April 2016

বৃন্ত ছিন্ন আঠা

বৃন্ত ছিন্ন আঠা

আব্দুল মান্নান মল্লিক

ঝরে যদি পুষ্পকলি অকালে,
তবু মনে খুশি থাকো পলকে দেখে।
নাই আসতো যদি সে,
সাজানো বাগানে।
সাধ্য কি ছিল তোমার,
দেখিতে নয়নে?
গুণগান কর তাই দয়ার ভাণ্ডারে,
ডেকে বল খুশিতে অন্তরে।
হে দয়াময়, ঝরে যদি পুষ্পকলি
কালে অকালে।
দুঃখ কি আর তাতে!
তবু বড় খুশি আমি, দয়াতে তোমার।
দেখেছি ক্ষণিক নজরে!
যদি তুমি প্রশ্ন কর, একি?
নয়নে টপিছে ফোটা।
উত্তরিবো তব আমি,
অকাল বৃন্ত ছিন্ন আঠা!

No comments:

Post a Comment