Monday, 11 April 2016

শূন্য এ ভুবনে

শূন্য এ ভুবনে

আব্দুল মান্নান মল্লিক

বসে আছ হৃদয় জুড়ে,
রাতের স্বপ্ন ঘিরে।
ক্ষয়িত চন্দ্র আমি নাকি,
পূর্ণিমার পরে।
খসে পড়া তারা বুঝি
জ্বলন্ত ভূমিতে,
মুখ থুবড়ে পড়ি বারবার
তোমাকে ধরিতে।
আঁধার কালো আমি বুঝি
আলোকে ঘিরে।
সাড়াতেও পাইনা দেখা
ভুবন শূন্য তীরে।
মেঘ হয়ে ভেসে বেড়ায়
তোমার তাড়নায়।
সব ইচ্ছা হারিয়ে যায়
শূন্য আঙিনায়।
মায়াজালের বেড়িতে ঘিরে,
আষ্টেপৃষ্ঠে বেঁধে।
অচল এক পঙ্গু আমি,
পড়ে তোমার ধাঁধেঁ।

No comments:

Post a Comment