Thursday, 28 April 2016

ভিজতে চায় অশ্রুজলে

ভিজতে চাই অশ্রুজলে

আব্দুল মান্নান মল্লিক

অপেক্ষায় পথ চেয়ে তোমারই জন্যে,
বকপাখায় লুকায় যৌবন গোধূলি গগনে।
চোখেচোখে কথা বল বদন বাক্যহীন,
ভেবে ভেবে আনমনে কাটে সব দিন।
হয়তো বা বুক ফেটে কাঁদিবে চিৎকারে,
উল্লাসিত হবো তোমার কান্নাকে ঘিরে।
সিক্ত কর দেহ মোর কান্নার জলে,
পুড়িয়ে করনা ছাই ক্রোধের অনলে।
ছেয়ে দাও সর্বাঙ্গ মোর ছায়াতে ঘিরে,
কান্নায় খুশি হবো ভিজবো অশ্রুনীরে।
সহিতে পারিনা ওগো পুড়ে ছাই মন,
ভিজিয়ে দাও কর শীতল গর্জিয়া গগন।



No comments:

Post a Comment