Thursday, 28 April 2016

সৃজক ও সৃজন

সৃজক ও সৃজন

আব্দুল মান্নান মল্লিক

সগর্বে সৃজিলা মানুষ দিয়েছ সম্মান,
তবে কেন পাঠাইলে অসুর শয়তান।
ক্ষমতাবলে বলবান তোমারই প্রদান ,
মানবকুল করে নশ্বর দানব শয়তান।
এত শক্তি দিয়ে কেন করিলে সৃজন,
বিচরণ করে বেড়ায় দেহ মস্তক চরণ।
বাক্যজালে ধরা পড়ে বিধির বিধান,
শপথনামা পূরণ করে দিয়ে আখ্যান।
গর্ব করে বলেছিলে যেজন তোমার,
ভ্রষ্টের দিশারি হবে সাধ্য আছে কার।
যেই আমি হতে চাই সম্মুখে তোমার,
ভুল পথ দেখিয়ে দিয়ে বন্ধ করে দ্বার।
কলুষিত হয় তোমার শোখের বাগান,
ভুলপথে গেয়ে যায় পাপের গুণগান।
কেমন করে হব তবে পাপের উদ্ধার,
গ্রাস করেছে মোরে পাপাত্মা পাপাচার।

No comments:

Post a Comment