Wednesday, 4 May 2016

একটি মাঠের ব্যবধান

একটি মাঠের ব্যবধান

আব্দুল মান্নান মল্লিক

সরস সিক্ত কবিতার কথায় 
বৃষ্টি ঝরা পাতায়।
শত কবিতার ভিড়ে আমার
ওই কবিতা নাই।
আমার গাঁয়ে নূপুর বাজে
নীরস গাছের পাতায়। 
তপ্ত আকাশ তপ্ত বাতাস
লিখে যায় কবিতায়।
মৃগতৃষ্ণায় ঢেউ তুলেছে 
ওই যে মাঠের দিক।
অনল দাহ গাঁ-টি আমার
জ্বলছে চতুর্দিক।
মাঠের কাজ ছেড়ে চাষি
গাছের ছায়াতলে। 
প্রাণ বাঁচাতে কেউবা নামে
মাঠে খালের জলে।
আজকে বুঝি বৃষ্টি ঝরবে
এমনি কাটে দিন।
মাটি পুড়ে তামার আদল
বিভীষিকায় দুর্দিন।
গাঁয়ের পরে মাঠ পেরিয়ে
বৃষ্টিয় ভিজা গাঁ।
রোদ দুপুরে গাঁ-টি আমার
করছে ধুধু খাঁখাঁ।
এইতো দেখি প্রথম বছর
বৈশাখ মাসের শেষে।
ওই যে গাঁটি বৃষ্টিয় ভিজে
আমার গাঁয়ের পাশে।



No comments:

Post a Comment