সংস্কার (b.k)
আব্দুল মান্নান মল্লিক
খুলে দাও বদ্ধ দ্বার ভেঙে দাও প্রাচীর শত্রুতার,
একমত একপথ একজাতি হোক সমান সবার।
এইতো মানুষ সেদিন ছিল তুচ্ছ ভুলের পথিক,
চড়ুইভাতির রান্নাঘরে আগুন জ্বলেছে চতুর্দিক।
বিভেদের সেই খেলাঘরে মিথ্যায় করেছ বাস,
তুচ্ছ খেলায় হয়েছে কতো প্রাণীর প্রাণনাশ।
ভাবিতে ভাবিতে হয়েছে আজ জ্ঞানের সঞ্চার,
বিগতকে মুছে মানুষ করেছে আজ নব সংস্কার।
জ্বলন্ত সেই অগ্নিপথ ভুলে গেছে মানুষ আজ,
অপকর্ম করেনা কেউ আগের মতো ভুল কাজ।
হবে কি আর উড়িয়ে নিশান হয় যদি প্রাণনাশ,
উড়িওনা বিভেদ নিশান মানুষের মানুষই বিশ্বাস।
মন্দির বল মসজিদ বল গির্জাও অন্তর গভীরে,
বিবেকের কাছে প্রশ্ন করে বারবার গেছো হেরে।
আব্দুল মান্নান মল্লিক
খুলে দাও বদ্ধ দ্বার ভেঙে দাও প্রাচীর শত্রুতার,
একমত একপথ একজাতি হোক সমান সবার।
এইতো মানুষ সেদিন ছিল তুচ্ছ ভুলের পথিক,
চড়ুইভাতির রান্নাঘরে আগুন জ্বলেছে চতুর্দিক।
বিভেদের সেই খেলাঘরে মিথ্যায় করেছ বাস,
তুচ্ছ খেলায় হয়েছে কতো প্রাণীর প্রাণনাশ।
ভাবিতে ভাবিতে হয়েছে আজ জ্ঞানের সঞ্চার,
বিগতকে মুছে মানুষ করেছে আজ নব সংস্কার।
জ্বলন্ত সেই অগ্নিপথ ভুলে গেছে মানুষ আজ,
অপকর্ম করেনা কেউ আগের মতো ভুল কাজ।
হবে কি আর উড়িয়ে নিশান হয় যদি প্রাণনাশ,
উড়িওনা বিভেদ নিশান মানুষের মানুষই বিশ্বাস।
মন্দির বল মসজিদ বল গির্জাও অন্তর গভীরে,
বিবেকের কাছে প্রশ্ন করে বারবার গেছো হেরে।
No comments:
Post a Comment