Monday, 11 April 2016

বাকি কথা হবে পরে

বাকি কথা হবে পরে

আব্দুল মান্নান মল্লিক

আজকে নাহয় থাকনা কিছু,
বাকি কথা হবে পরে।
নতুন হয়ে বলবো সেদিন,
তোমার আমার ছোট্ট ঘরে।
রঙিন আলো রঙিন ফুলে,
আবদ্ধ হবো দুইজনে।
কাঁসর শানাই বাজবে কত,
পাহারা দিবে লোকজনে।
মনের যতো কইবো কথা,
জমানো মনের বাসনা।
বিনা সুতোই গাঁথবো মালা,
কোনদিন আর ছিঁড়বেনা।
রিনিঝিনি বাজবে কাঁকন,
তোমার দুটি হাতে।
কাঁকন ছন্দে বাজবে হৃদয়,
পুষ্পঘরে নিভৃতে।
হলুদ গন্ধে মাতবো দুজন,
উদাস হবো উদ্বেগে।
নতুন করে দেখবো তোমায়,
সারা রাতি জেগে।

No comments:

Post a Comment