ধন্য তোমায় দেখে
আব্দুল মান্নান মল্লিক
আর চেয়োনা মাগো তুমি
দিওনা চোখে চোখ।
চোখের জলে পিছল হবে
আমার চলার পথ।
আবার আমি আসবো ফিরে
নতুন হয়ে কোলে।
সেদিন আবার হাসবে তুমি
কেঁদোনা অশ্রুজলে।
চিনতে সেদিন ভুল করনা
দেখবে চুমো গালে।
অধর দুয়ের পরিচয় নিও
যেওনা মোরে ভুলে।
ধর্ম পুস্তক পাঠ করে যাও
পাড়ার লোক জনে।
শান্তনা দাও মাকে আমার
আত্মীয় সজ্জনে।
হাসি মুখে দাওগো বিদায়
নইলে ক্ষুব্ধ বিধি।
ধর্মের বাণী শুনাও সবাই
বসে নিরবধি।
তোমায় পেয়ে ধন্য মাগো
বিধির মহত্ দান।
এক পলকের দেখা তবু
বিধির গুণগান।
আব্দুল মান্নান মল্লিক
আর চেয়োনা মাগো তুমি
দিওনা চোখে চোখ।
চোখের জলে পিছল হবে
আমার চলার পথ।
আবার আমি আসবো ফিরে
নতুন হয়ে কোলে।
সেদিন আবার হাসবে তুমি
কেঁদোনা অশ্রুজলে।
চিনতে সেদিন ভুল করনা
দেখবে চুমো গালে।
অধর দুয়ের পরিচয় নিও
যেওনা মোরে ভুলে।
ধর্ম পুস্তক পাঠ করে যাও
পাড়ার লোক জনে।
শান্তনা দাও মাকে আমার
আত্মীয় সজ্জনে।
হাসি মুখে দাওগো বিদায়
নইলে ক্ষুব্ধ বিধি।
ধর্মের বাণী শুনাও সবাই
বসে নিরবধি।
তোমায় পেয়ে ধন্য মাগো
বিধির মহত্ দান।
এক পলকের দেখা তবু
বিধির গুণগান।
No comments:
Post a Comment