Sunday, 7 February 2016

উৎপাত

উৎপাত

আব্দুল মান্নান মল্লিক

উৎপাত আর সইবো কত
দিবসও রাতে অবিরত
কাঠঠোকরার ঠকঠকানি
রাতে ঝিঁঝিঁর ঝিনঝিনানি
পথের উপর দেখলে পরে
হুনুমান টানে কাপড় ধরে
পাখি ডাকে বাঁশ কোটার
সারা রাত্রি ঠোকার ঠোকার
পেঁচা ডাকে কেঁচর-কেঁচর
বিড়াল শুয়ে কাঁথার ভিতর
কর্কশ কণ্ঠে ডাকছে বাদুড়
উৎপাত করে ধেড়ে ইঁদুর
শালিক পাখিদের মারামারি
খাবার নিয়ে কাড়াকাড়ি
মারামারি আর হানাহানি
কাক পাখিদের শয়তানি
ছুমাই বুড়ো বাড়ির পাশে
দিনে ঘুমোয় রাতে কাশে
শিয়াল ডাকে হুক্কা-হুয়া
কুকুরগুলো করে ধাওয়া
মশাগুলো সুযোগ খুজে
দিচ্ছে কামড় বুঝেশুঝে
কতো আর সইবো জ্বালা
রাত কিংবা দিনের বেলা

No comments:

Post a Comment