গন্ধ আজও বাতাসে
আব্দুল মান্নান মল্লিক
ঝরে গেছে কত পুষ্প কুঁড়িতে
কেউবা ফুটিতে ফুটিতে।
স্বীয় চোখে দেখেছি এমনি কত
পারিনি একটিও রাখিতে।
ঝরে যদি শৈশবে, বক্ষ কলিকা
তবু কেন শোকাহত কষ্ট।
মুহুর্ত কাল ছিল জড়ায়ে বক্ষে
এটাও কি নই যথেষ্ট?
ইচ্ছা হতো বিধির এমনও যদি
না আসতো পুষ্পকলি।
মানিতে বাধ্য তবু, হয় নিরুপায়
হৃদয়ের মাঝে খালি।
একটি একটি ঝরে পড়বে সব
একদিন আমি ও তুমি।
পড়ে থাকবে আচরণ তোমার
করেছ সুনামি বা দুষ্টুমি।
যেই পুষ্প হয়েছে বিলীন কবে!
তবু গন্ধ আজও বাতাসে।
সারি দিয়ে আসে আবার ওই,
শূন্যগর্ভ পূরণের আশে।
থেকে যাবে যুগে যুগে অনশ্বর,
কেউনা কেউ বংশধর।
ইচ্ছা যদি কর তুমি, হবে নশ্বর
হে করুণাময় ঈশ্বর।
আব্দুল মান্নান মল্লিক
ঝরে গেছে কত পুষ্প কুঁড়িতে
কেউবা ফুটিতে ফুটিতে।
স্বীয় চোখে দেখেছি এমনি কত
পারিনি একটিও রাখিতে।
ঝরে যদি শৈশবে, বক্ষ কলিকা
তবু কেন শোকাহত কষ্ট।
মুহুর্ত কাল ছিল জড়ায়ে বক্ষে
এটাও কি নই যথেষ্ট?
ইচ্ছা হতো বিধির এমনও যদি
না আসতো পুষ্পকলি।
মানিতে বাধ্য তবু, হয় নিরুপায়
হৃদয়ের মাঝে খালি।
একটি একটি ঝরে পড়বে সব
একদিন আমি ও তুমি।
পড়ে থাকবে আচরণ তোমার
করেছ সুনামি বা দুষ্টুমি।
যেই পুষ্প হয়েছে বিলীন কবে!
তবু গন্ধ আজও বাতাসে।
সারি দিয়ে আসে আবার ওই,
শূন্যগর্ভ পূরণের আশে।
থেকে যাবে যুগে যুগে অনশ্বর,
কেউনা কেউ বংশধর।
ইচ্ছা যদি কর তুমি, হবে নশ্বর
হে করুণাময় ঈশ্বর।
No comments:
Post a Comment