বাহার মল্লদার
আব্দুল মান্নান মল্লিক
মুষ্টি যুদ্ধ করিনা আর।
আমি চেনা কুস্তি মল্লদার।
পাড়াই ডাকে মল্ল বাহার।
আসল নাম বাহার মল্লদার,
মল্ল ময়দান সবটা আমার,
মাঠে নাই আমার জুড়িদার।
এক ডাকেতে জানা সবার,
আমি চেনা কুস্তি মল্লদার।
লড়াই দেখতে ব্যস্ত সবাই,
খাটো মানুষ খুঁড়িয়ে দাঁড়াই।
লড়াই লড়াই লড়াই চাই,
মল্লদারের জুড়িদার নাই।
দিনটা সব হল বেকার,
আমি চেনা কুস্তি মল্লদার।
তাল ঠুকি আর কপনি মারি,
কখনো মাঠে দৌড়াদৌড়ি।
ডাকতে জুড়ি ইশারা করি,
ভয়ে সব পালায় বাড়ি।
কেউ আসেনা ভয়ে আর,
আমি চেনা কুস্তি মল্লদার।
জোড়ায় জোড়ায় মল্লদারী,
তবেই মজার লড়ালড়ি।
লড়াই ছাড়া ফিরবো বাড়ি,
ছিঃ, ছিঃ, ছিঃ লজ্জাই মরি।
মল্ল জুড়ি নাই আমার,
আমি চেনা কুস্তি মল্লদার।
আব্দুল মান্নান মল্লিক
মুষ্টি যুদ্ধ করিনা আর।
আমি চেনা কুস্তি মল্লদার।
পাড়াই ডাকে মল্ল বাহার।
আসল নাম বাহার মল্লদার,
মল্ল ময়দান সবটা আমার,
মাঠে নাই আমার জুড়িদার।
এক ডাকেতে জানা সবার,
আমি চেনা কুস্তি মল্লদার।
লড়াই দেখতে ব্যস্ত সবাই,
খাটো মানুষ খুঁড়িয়ে দাঁড়াই।
লড়াই লড়াই লড়াই চাই,
মল্লদারের জুড়িদার নাই।
দিনটা সব হল বেকার,
আমি চেনা কুস্তি মল্লদার।
তাল ঠুকি আর কপনি মারি,
কখনো মাঠে দৌড়াদৌড়ি।
ডাকতে জুড়ি ইশারা করি,
ভয়ে সব পালায় বাড়ি।
কেউ আসেনা ভয়ে আর,
আমি চেনা কুস্তি মল্লদার।
জোড়ায় জোড়ায় মল্লদারী,
তবেই মজার লড়ালড়ি।
লড়াই ছাড়া ফিরবো বাড়ি,
ছিঃ, ছিঃ, ছিঃ লজ্জাই মরি।
মল্ল জুড়ি নাই আমার,
আমি চেনা কুস্তি মল্লদার।
No comments:
Post a Comment