ভূষণের কদর
আব্দুল মান্নান মল্লিক
গেঁয়ো ছেলে অল্প বিদ্যা গাঁয়ে করি বাস,
আমি ছাড়া গাঁয়ে সবাই মাঠে করে চাষ।
লেখাপড়া অল্প জানি করিনি তাই দাবি,
তবু কেন বলে সবাই আমি নাকি কবি।
পুঁথির উপর জুড়ে দিই নিজের এক ছবি,
আঙুল দেখায় বলে সবে ওই দেখ্ কবি।
দূরদর্শনে হবে প্রকাশ কোনো একদিন,
চোখ মেলে চেয়ে সবে কাটায় সারাদিন।
জানা নাম মুছে সবাই ডাকে কবি ধন্য,
কি করে বলি ওদের অল্প বিদ্যা নগণ্য।
লজ্জায় পড়েছি তাই উপায় কিছু করি,
অল্প বিদ্যায় নিরুপায় হাতে কলম ধরি।
কিছু গল্প কিছু কল্প কিছু কাহিনী কথা,
ছিন্ন ছন্দ ভিন্ন কথাই ভরে দিই খাতা।
মুখ ভরা দাড়ি আর পাজামা পাঞ্জাবি,
তাই বুঝি ভাবে ওরা হয়ে গেছি কবি।
রব ওঠে পাড়াই পাড়াই আর মাঠেঘাটে,
ধন্য ধন্য বলে লোকে ছেলে একটা বটে।
ডাকে সবাই কবি নামে লজ্জাই মরি,
বিদ্যা পেটে নাই আমার উপায় কি করি।
ছেড়ে দিই সৌখিন বেশ পেন্ট সার্ট পরি,
কবি নামে ডাকেনা আর ইচ্ছাতে ঘুরি।
আব্দুল মান্নান মল্লিক
গেঁয়ো ছেলে অল্প বিদ্যা গাঁয়ে করি বাস,
আমি ছাড়া গাঁয়ে সবাই মাঠে করে চাষ।
লেখাপড়া অল্প জানি করিনি তাই দাবি,
তবু কেন বলে সবাই আমি নাকি কবি।
পুঁথির উপর জুড়ে দিই নিজের এক ছবি,
আঙুল দেখায় বলে সবে ওই দেখ্ কবি।
দূরদর্শনে হবে প্রকাশ কোনো একদিন,
চোখ মেলে চেয়ে সবে কাটায় সারাদিন।
জানা নাম মুছে সবাই ডাকে কবি ধন্য,
কি করে বলি ওদের অল্প বিদ্যা নগণ্য।
লজ্জায় পড়েছি তাই উপায় কিছু করি,
অল্প বিদ্যায় নিরুপায় হাতে কলম ধরি।
কিছু গল্প কিছু কল্প কিছু কাহিনী কথা,
ছিন্ন ছন্দ ভিন্ন কথাই ভরে দিই খাতা।
মুখ ভরা দাড়ি আর পাজামা পাঞ্জাবি,
তাই বুঝি ভাবে ওরা হয়ে গেছি কবি।
রব ওঠে পাড়াই পাড়াই আর মাঠেঘাটে,
ধন্য ধন্য বলে লোকে ছেলে একটা বটে।
ডাকে সবাই কবি নামে লজ্জাই মরি,
বিদ্যা পেটে নাই আমার উপায় কি করি।
ছেড়ে দিই সৌখিন বেশ পেন্ট সার্ট পরি,
কবি নামে ডাকেনা আর ইচ্ছাতে ঘুরি।
No comments:
Post a Comment