স্বপ্নের দেশে
আব্দুল মান্নান মল্লিক
কোনো এক অজানা পথ বেয়ে
দূর হতে বহুদূর, আরও অনেক দূরে,
রোদ দুপুরে।
বসে আছি বিজনে একা,
অজানা বৃক্ষ ছায়াতলে।
নিঝুমপুরী অজ্ঞাত এক দেশ
সাদা কাক এক নিরানন্দ নীরবতায় বৃক্ষশাখে।
কখনো দেখিনি আগে।
অলীক দৃশ্যপথে হারিয়ে খুজি পইপই আপনারে।
আছি কিনা হারিয়েছি, কোনো অজানায়
নির্জন প্রান্তহীন দেশে।
কখনো আস্থা, কখনো অনাস্থা,
কখনো দীর্ঘশ্বাস শঙ্কাতে!
ক্ষণকাল পরে,
ঝুমুরঝুমুর নূপুর ধ্বনিতে
স্বর্ণকলস কাঁখে।
স্বপ্নপুরীর নীলা পরী চার রমনীর সাথে।
জল ভরিতে আসে
পদ্মদিঘি রাঙা মাটির ঘাটে।
গা শিহরণ ভয় ঝাঁকুনি বাঞ্ছা তবু মনে,
ডাকবো নাকি কাছে?
উড়িয়ে দিবে ভস্ম করে দরকার নাই কাজে,
কোন দিকে যায় পথ হারিয়ে
একা মাঝমাঠে
ভেবে ভেবে ঘুমিয়ে পড়ি বৃক্ষ ছায়াতলে
আব্দুল মান্নান মল্লিক
কোনো এক অজানা পথ বেয়ে
দূর হতে বহুদূর, আরও অনেক দূরে,
রোদ দুপুরে।
বসে আছি বিজনে একা,
অজানা বৃক্ষ ছায়াতলে।
নিঝুমপুরী অজ্ঞাত এক দেশ
সাদা কাক এক নিরানন্দ নীরবতায় বৃক্ষশাখে।
কখনো দেখিনি আগে।
অলীক দৃশ্যপথে হারিয়ে খুজি পইপই আপনারে।
আছি কিনা হারিয়েছি, কোনো অজানায়
নির্জন প্রান্তহীন দেশে।
কখনো আস্থা, কখনো অনাস্থা,
কখনো দীর্ঘশ্বাস শঙ্কাতে!
ক্ষণকাল পরে,
ঝুমুরঝুমুর নূপুর ধ্বনিতে
স্বর্ণকলস কাঁখে।
স্বপ্নপুরীর নীলা পরী চার রমনীর সাথে।
জল ভরিতে আসে
পদ্মদিঘি রাঙা মাটির ঘাটে।
গা শিহরণ ভয় ঝাঁকুনি বাঞ্ছা তবু মনে,
ডাকবো নাকি কাছে?
উড়িয়ে দিবে ভস্ম করে দরকার নাই কাজে,
কোন দিকে যায় পথ হারিয়ে
একা মাঝমাঠে
ভেবে ভেবে ঘুমিয়ে পড়ি বৃক্ষ ছায়াতলে
No comments:
Post a Comment