Saturday, 27 February 2016

নাইবা তুমি এলে

নাইবা তুমি এলে

আব্দুল মান্নান মল্লিক

বড়াই কর মিছে কোকিল,
ভাবছ বসে ডালে।
আসবে ফিরে বসন্ত আবার,
নাইবা তুমি এলে।
অসময়ে দেখেছি তোমায়,
শীত বর্ষাকালে।
বসন্ত তোমায় আছে ভুলে,
নাইবা তুমি এলে।
কোকিল যদি নাইবা আসে,
শাপলা ফুটবে জলে।
বসন্তবৌরি নাচবে গাইবে,
নাইবা তুমি এলে।
রাখাল ছেলে বাজায় বাঁশি,
মাঠে বৃক্ষতলে।
বক উড়ে যায় গগন তলে,
নাইবা তুমি এলে।
পাড়ার মেয়েদের ছুটোছুটি,
খোপায় রঙিন ফুলে।
ছেলের হাতে মুড়ির নাড়ু,
নাইবা তুমি এলে।
থাকো তুমি নাইবা থাকো,
এই বসন্ত কালে।
শাখায় শাখায় নব পল্লব,
নাইবা তুমি এলে।
দখিণা বাতাস বয়বে তবু,
দিবা নিশি কালে।
গাইবে পাখি ফুটবে ফুল,
নাইবা তুমি এলে।
রঙবেরঙের ফুলগুলি সব,
বাতাস ধরে দোলে।
শিমুল ফুলে রঙ ফিরেছে,
নাইবা তুমি এলে।

No comments:

Post a Comment