লোহিত নদীর তীরে
আব্দুল মান্নান মল্লিক
ঘর বেঁধেছি ছোট্ট পাখি,
লোহিত নদীর তীরে।
দুটি আঁখি বাইরে রাখি,
একটি অন্তর জুড়ে।
একটি অন্তর চৌকিদারি,
দুটি বাহ্যিক বাড়ি।
চুপটি মেরে সুপ্তি আমি,
তোমরা পথচারী।
গুনণ খাতা হাতে ধরি,
ছোট্ট পাখি নীরব।
ভাবছ বসে মিছামিছি,
করছ তুমিই সব।
বইছে স্রোত ধকধকানি,
ভাঙে নদীর তীর।
অরবে আমি বসে সেথা,
ছোট্ট আমার নীড়।
ঢেউয়ে দোলে কাঁচা ঘর,
তবুও আমি অনড়।
জোয়ার ভাটা বন্ধ হলে,
ছাড়বো কাঁচা ঘর।
জ্ঞান গবেষক তান্ত্রিকেরা,
আজও তারে খুঁজে।
চেষ্টা বিফল বৃথাই জীবন,
আসেনি তবু বুঝে।
আব্দুল মান্নান মল্লিক
ঘর বেঁধেছি ছোট্ট পাখি,
লোহিত নদীর তীরে।
দুটি আঁখি বাইরে রাখি,
একটি অন্তর জুড়ে।
একটি অন্তর চৌকিদারি,
দুটি বাহ্যিক বাড়ি।
চুপটি মেরে সুপ্তি আমি,
তোমরা পথচারী।
গুনণ খাতা হাতে ধরি,
ছোট্ট পাখি নীরব।
ভাবছ বসে মিছামিছি,
করছ তুমিই সব।
বইছে স্রোত ধকধকানি,
ভাঙে নদীর তীর।
অরবে আমি বসে সেথা,
ছোট্ট আমার নীড়।
ঢেউয়ে দোলে কাঁচা ঘর,
তবুও আমি অনড়।
জোয়ার ভাটা বন্ধ হলে,
ছাড়বো কাঁচা ঘর।
জ্ঞান গবেষক তান্ত্রিকেরা,
আজও তারে খুঁজে।
চেষ্টা বিফল বৃথাই জীবন,
আসেনি তবু বুঝে।
No comments:
Post a Comment