Thursday, 25 February 2016

আজ বসন্ত

আজ বসন্ত

আব্দুল মান্নান মল্লিক

আজ বসন্ত চিরসত্য।
বাংলার চরিত্র বাংলার চিত্র
আবার নতুন সাজে সজ্জিত ।
যেমন দেখেছি আগে,
আজও তেমনিভাবে ।
মৌ-মৌ গন্ধে সারা বাংলা ভরে উঠেছে।
শাখায় শাখায় রঙবেরঙের পাখি,
গাছে গাছে রংবেরঙের ফুল ফুটেছে।
ফুরফুরে মন জুড়ানো হাওয়া।
আহাঃ!
কেমন করে চুপ থাকতে পারে বাংলা,
মাধুরী এই মৌসুমে!
যুগযুগান্তর কত সময় মাড়িয়ে
আজও চলে আসছে চিরনব যৌবন রূপে
এই বসন্ত,
চির অনন্ত চির পরিচিতি।
বসন্তের ছোঁয়ায় আজ উঠেছে জেগে
বাংলার প্রাণের অনুভূতি।
জেগে উঠেছে নিষ্প্রাণ, বসন্তের আগমনে,
অনুভূতি উজ্জীবিত সবার মনে।

No comments:

Post a Comment