Sunday, 21 February 2016

চানাচুর ওয়ালা

চানাচুর ওয়ালা

আব্দুল মান্নান মল্লিক

এম কে রায়ের চানাভাজা
সবার জানা খেতে মজা।
পাড়া গাঁয়ের অলিগলিতে
বেচি বাসে রেলগাড়িতে।
চাই চানাচুর চাই চানাচুর
সুগন্ধ আর স্বাদে ভরপুর।
লেবেল সাঁটা রায়ের নাম
খাওয়ার পরে তবেই দাম।
টক ঝাল আর লবণ মাখা
মজার খাস্তা টকের চোখা।
ছোট বড়তে হরেক রকম
মোড়ক বোঝাই দামে কম।
যেমন ইচ্ছা চাইলে পাবে
বাচ্চা জোয়ান সবাই খাবে।
পাঁচ মোড়কে একটা ছাড়
বেচবো নগদ নাইকো ধার।
ভালো নইলে মূল্য ফেরত
বেচবোনা ভাই করি শপথ।

No comments:

Post a Comment