নিষ্ফল ইচ্ছা
আব্দুল মান্নান মল্লিক
স্বপ্নপুরীর গল্প কথার
নীলা পরীর দেশ,
ইচ্ছা করি যাবো সেথায়
দেখবো পরিবেশ।
ইচ্ছা মতো পারতাম যদি
ঐ আকাশে উড়তে,
ইচ্ছা আবার হয় কখনো
জলে ভেসে ঘুমাতে।
মেঘ হয়ে উড়বো ভাবি
ঐ দূর আকাশে,
কখনো আবার ইচ্ছা করি
উড়ে যায় বাতাসে।
পুষ্পপত্রে মিশিয়ে ডানা
প্রজাপতি হয়ে,
কলঙ্কিত বলুক সবাই
ফুলের রঙে দেখে।
চুপিচুপি বলবো আমি
ফুলের কানেকানে,
জমানো রাখা যত কথা
মিষ্টি সুরের গানে।
দিবানিশি ইচ্ছার সাথে
পারিনা তবু চিনতে,
মিনতি করি ইচ্ছার কাছে
চাইনা সে মানতে।
আব্দুল মান্নান মল্লিক
স্বপ্নপুরীর গল্প কথার
নীলা পরীর দেশ,
ইচ্ছা করি যাবো সেথায়
দেখবো পরিবেশ।
ইচ্ছা মতো পারতাম যদি
ঐ আকাশে উড়তে,
ইচ্ছা আবার হয় কখনো
জলে ভেসে ঘুমাতে।
মেঘ হয়ে উড়বো ভাবি
ঐ দূর আকাশে,
কখনো আবার ইচ্ছা করি
উড়ে যায় বাতাসে।
পুষ্পপত্রে মিশিয়ে ডানা
প্রজাপতি হয়ে,
কলঙ্কিত বলুক সবাই
ফুলের রঙে দেখে।
চুপিচুপি বলবো আমি
ফুলের কানেকানে,
জমানো রাখা যত কথা
মিষ্টি সুরের গানে।
দিবানিশি ইচ্ছার সাথে
পারিনা তবু চিনতে,
মিনতি করি ইচ্ছার কাছে
চাইনা সে মানতে।
No comments:
Post a Comment