বাঁশরিয়া বাজাও বাঁশি
আব্দুল মান্নান মল্লিক
বাঁশরিয়া বাজাও আবার,
মিষ্টি সুরের বাঁশি।
তোমার বাঁশির সুরে সুরে,
মন হলো উদাসি।
বাঁশের বাঁশি বাজাও যখন,
বেঙের হাততালি।
খোলামকুচি নাচে পথের,
নাচে ধুলোবালি।
ফড়িং নাচে ঘাসের উপর,
ভ্রমর নাচে ফুলে।
হরিণ হরিণী নাচছে বনে,
বিহগ নাচে ডালে।
তোমার বাঁশির সুরে নাচে,
স্বর্গের অপ্সরী।
আরও নাচে পুকুর পাড়ে,
সুন্দরি দুই পরী।
গাছতলাতে বাজাও বাঁশি,
মন করে আনচান।
মন লাগেনা কাজে আমার,
হারায় কুলমান।
মজুর বাড়ির বউগো আমি,
মোড়ল বাড়ির ঝি।
বাঁশির সুরে পাগলি হলাম,
বলবে লোকে কি?
আব্দুল মান্নান মল্লিক
বাঁশরিয়া বাজাও আবার,
মিষ্টি সুরের বাঁশি।
তোমার বাঁশির সুরে সুরে,
মন হলো উদাসি।
বাঁশের বাঁশি বাজাও যখন,
বেঙের হাততালি।
খোলামকুচি নাচে পথের,
নাচে ধুলোবালি।
ফড়িং নাচে ঘাসের উপর,
ভ্রমর নাচে ফুলে।
হরিণ হরিণী নাচছে বনে,
বিহগ নাচে ডালে।
তোমার বাঁশির সুরে নাচে,
স্বর্গের অপ্সরী।
আরও নাচে পুকুর পাড়ে,
সুন্দরি দুই পরী।
গাছতলাতে বাজাও বাঁশি,
মন করে আনচান।
মন লাগেনা কাজে আমার,
হারায় কুলমান।
মজুর বাড়ির বউগো আমি,
মোড়ল বাড়ির ঝি।
বাঁশির সুরে পাগলি হলাম,
বলবে লোকে কি?
No comments:
Post a Comment