Tuesday, 2 February 2016

রাতের আহ্বান

রাতের আহ্বান

আব্দুল মান্নান মল্লিক

লোকমুখে শুনেছি ভুতের কতো গল্প,
নিজ চোখে দেখেছি কিছু তার অল্প।
মেঘ বৃষ্টির অবসরে ঘরের দরজায়,
করাঘাতে ডেকে বলে আমি কানাই।
দোর খুলে দাঁড়িয়েছি যেই বারান্দায়,
উঠানে দাঁড়িয়ে কেউ ছায়া আবছায়!
বৃষ্টি ভাঙা রাত আঁধার লাগে বড় ভয়,
অস্পষ্টে যায়না চেনা কি জানি কে হয়।
শিহরণী গা ছমছম সারা শরীর কাঁটা,
ভয়ে দেখি জগৎটা হয়ে আছে উলটা!
চুপি ডাক দিয়ে বলে আয় মোর সাথে,
আম চুরিতে যাস যদি এই মাঝ রাতে।
আম বড় ভালোবাসি জানতো কানাই,
বিশ্বাস করেছি তাই সন্দেহ আর নাই।
ধীর পায়ে যায় কাছে দেখি অস্থি রূপ,
হাত দুটি ধরে বলে করিসনা ভয় চুপ!
দেখিতে ইচ্ছা যখন হয় রাত্রিকালে,
তাই বন্ধু ছুটে আসি কানাই-এর ছলে।
চেয়ে দেখ চেহারাখানা অস্থিদেহ সার,
আমি তোর মৃত বন্ধু রতন স্বর্ণকার।

No comments:

Post a Comment