Monday, 15 February 2016

√ সাবধান

সাবধান

আব্দুল মান্নান মল্লিক

ধুলোবালিয় পড়ে আছিস ধনির পদতলে,
ধনশালী ধনের ভাণ্ডারী জ্ঞাতিত্ব যায় ভুলে।
বিকলাঙ্গ পীড়িত কেউ, কেউ অন্ধ ভিখারী,
ক্ষুধিত নিপীড়িত কেউ লাঠিতে পথচারী।
দেখেনা বাবুরা তাদের দৃষ্টি দিয়ে নীচে,
দুখীরা বাঁচতে আশায় ধনির মুখ চেয়ে।
তুলে নিতে চাইনা ওদের দুহাত বাড়িয়ে,
ফেলে যায় পরিচয়হীনে দুপায়ে মাড়িয়ে।
বলে যায় একটি কথা থাকিসনা পদতলে,
ছোটলোকের দল ওরে এলে অবহেলে।
ধনিদের সুখ দেখতে বেঁচে কেন তোরা,
শক্তি ধরে উঠে দাঁড়াস হসনে মনমরা।
ভাবিস কেন সুখী তোরা ধনির সুখ দেখে,
মরে যাস্ থাকিসনা আর ধুলোবালি মেখে।
শুভাকাঙ্ক্ষী হসনা আর ধনশালীর তরে,
স্বত্ব ধরে উঠরে এবার ধুলোবালি ঝেড়ে।
মনে রেখো একটি কথা ধনশালীর দল,
ধনের পাষাণ চাপায় হবে জীবন বিফল।
সম্পদের বাঁধ একদিন দাঁড়াবে পাহাড়,
উপরে পড়বে সেদিন পাবেনা নিস্তার।
সময় থাকতে ধনকুবের সাবধান হও,
দুহাত বাড়িয়ে ডাকলে আসবেনা কেউ।

No comments:

Post a Comment