Friday, 12 February 2016

ফিরিয়ে দিওনা আর

ফিরিয়ে দিওনা আর

আব্দুল মান্নান মল্লিক

ফিরিয়ে দিয়েছ কতবার,
তবু আসি ফিরে ফিরে
বন্ধ দুয়ারে তোমার।
দিওগো সেদিন বন্ধ দ্বার খুলে,
দিওগো হৃদয় সিক্ত করে
যেদিন আসিব আবার।
ফিরে যেতে চাইনা বারবার
দিওনাগো দিওনা ফিরিয়ে আর,
তুলে নিও দুটি হাত ধরে।
ধুলিব্যাস কোণা সম, মম দিও ঠাই
গহিন হৃদয় অন্তরে।
আশা এই অনুমাত্রায়।
গুঞ্জনি ভ্রমর গুঞ্জরিয়া আসে
প্রস্ফুটিত পুষ্প সুবাসে।
উড়ে যায় পুষ্পরেণু গায়ে মেখে
যায় কি, খালি ফিরে।
অদূরে যায় তবু, সুবাস লালসে
বারবার ফিরে আসে।

No comments:

Post a Comment