রুদ্ধালয়
আব্দুল মান্নান মল্লিক
কখনো হারিয়ে যায় ঝড়ঝাপটায়,
কখনো হারায় আমি শিশির ধোঁয়ায়।
নীড়ছাড়া পাখি আমি যদি পাই ঠাঁই,
যতো আছে বেদনা সব ভুলে যায়।
পুড়ে ভষ্ম মন যেথা অনলের দাহে,
তবু কেন চায় মন ফিরিতে স্বগৃহে।
প্রীতির বন্দিশালা তাই সবে অন্ধ,
ঘর হতে বেরিয়েছি করে দ্বার বন্ধ।
অন্ধকারে ফেলে আসি নির্জন ঘর,
বহিবেনা বায়ু আর খুলিবেনা দোর।
ছিন্ন-ভিন্ন ছিদ্র করে কীটাণুদের বাস,
নরখাদক পশু হয়তো করিবে গ্রাস।
মাটিতে মিশে হবে দেহ মাটি সার,
তবু কেন করে মন এত অহংকার।
আব্দুল মান্নান মল্লিক
কখনো হারিয়ে যায় ঝড়ঝাপটায়,
কখনো হারায় আমি শিশির ধোঁয়ায়।
নীড়ছাড়া পাখি আমি যদি পাই ঠাঁই,
যতো আছে বেদনা সব ভুলে যায়।
পুড়ে ভষ্ম মন যেথা অনলের দাহে,
তবু কেন চায় মন ফিরিতে স্বগৃহে।
প্রীতির বন্দিশালা তাই সবে অন্ধ,
ঘর হতে বেরিয়েছি করে দ্বার বন্ধ।
অন্ধকারে ফেলে আসি নির্জন ঘর,
বহিবেনা বায়ু আর খুলিবেনা দোর।
ছিন্ন-ভিন্ন ছিদ্র করে কীটাণুদের বাস,
নরখাদক পশু হয়তো করিবে গ্রাস।
মাটিতে মিশে হবে দেহ মাটি সার,
তবু কেন করে মন এত অহংকার।
No comments:
Post a Comment