Monday, 1 February 2016

আমরা মানুষ

আমরা মানুষ

আব্দুল মান্নান মল্লিক

এমনতো ভাববো না কখনো
হবে যেটা বৃথার কারণ,
এমন কিছু করবোনা কখনো
ছিন্ন হবে নরত্বের বন্ধন।
মিথ্যা বচন গাইবো না কখনো
যত আসে আসুক বিপদ,
অসৎ পথে চলবো না কখনো
করি জীবন মরন শপথ।
ভাঙবোনা কখনো বিধান শাস্ত্র
না হয় ধর্মের অপমান,
তুলবোনা হাতে ধারালো অস্ত্র
রক্ষা হবে নিরীহর প্রাণ।
নিয়ন্ত্রণ স্বত্ব করবোনা লঙ্ঘন
রক্ষা করবো মানব বিধান,
রোষাগ্নি চিত্ত করবোনা পালন
বিক্ষুব্ধ অগ্নি করবো ম্লান।



No comments:

Post a Comment