চেষ্টার পরিণাম
আব্দুল মান্নান মল্লিক
এসো আমরা কবিতা লিখি।
আমি বলি তুমি লিখো
তুমি বল আমি লিখি।
লাইনটা ঠিক হয়েছে কি?
না যদি হয় আর একবার দেখি।
তুমি লিখেছ? বাঃ, ভালোই হয়েছে।
ভুল লিখেছি আমি, দোষের কি আছে।
হতেই পারে ভুল চেষ্টা তো করেছি।
আবার লিখবো কি না ভাবছি।
হয় যদি হোক ভুল আবার,
তবু চেষ্টা করবো বারবার।
দোষের কি? লাইনতো সোজা করেছি,
এমন তো হয় প্রথম, যতটুকু শিখেছি।
তবুও ভালো হয়, হোক মন্থর গতি,
করে যায় চেষ্টা তবু দেখিবো ইতি।
বিফল হবেনা চেষ্টা এই বড় আশ,
চেষ্টার পরিণাম হয় জ্ঞানের বিকাশ।
আশীর্বাদ কর সবাই করোনা হতাশ,
আরও দাও উৎসাহ করি বিশ্বাস।
আব্দুল মান্নান মল্লিক
এসো আমরা কবিতা লিখি।
আমি বলি তুমি লিখো
তুমি বল আমি লিখি।
লাইনটা ঠিক হয়েছে কি?
না যদি হয় আর একবার দেখি।
তুমি লিখেছ? বাঃ, ভালোই হয়েছে।
ভুল লিখেছি আমি, দোষের কি আছে।
হতেই পারে ভুল চেষ্টা তো করেছি।
আবার লিখবো কি না ভাবছি।
হয় যদি হোক ভুল আবার,
তবু চেষ্টা করবো বারবার।
দোষের কি? লাইনতো সোজা করেছি,
এমন তো হয় প্রথম, যতটুকু শিখেছি।
তবুও ভালো হয়, হোক মন্থর গতি,
করে যায় চেষ্টা তবু দেখিবো ইতি।
বিফল হবেনা চেষ্টা এই বড় আশ,
চেষ্টার পরিণাম হয় জ্ঞানের বিকাশ।
আশীর্বাদ কর সবাই করোনা হতাশ,
আরও দাও উৎসাহ করি বিশ্বাস।
No comments:
Post a Comment