Wednesday, 1 July 2015

বিভেদ মোচন

বিভেদ মোচন

আব্দুল মান্নান মল্লিক

মুছে দাও পূর্বধারণা,
গড়ে তোলো নতুন সমাজ।
একমত মোরা অধুনা,
এক শৃঙ্খলে বাঁধিবো আজ।।
ভুলে যাও ভেদাভেদ,
অধুনা আমরা সম সকলেই।
হবে জীবন অনির্বেদ,
পরিচয়ের সক্ষম মানুষ সেই।।
নামিয়ে দাও মাথা হতে,
ছিলো যত কুসংস্কার বোঝা।
মিল কর সয়ং মতামতে,
দুর্গম পথ হবে আরও সোজা।।
পায়ের ছাপ পথের পরে,
করিনা তবুও হাঁটিতে দ্বিধায়।
পদমিলন ভাবিও অন্তরে,
দুর্গমের পথ হবে সুগম সদাই।।
জাতি পাঁতি যাওগো ভুলে,
চলতে হবে আজ সবাই সমান।
হৃদয় দ্বার দাওগো খুলে,
বিগত গ্লানির করিতে অবসান।।
নীতিবাক্য সকলি সমান,
যত আছে বেদ কোরান পুরাণ।
তবু কেন ছিলাম অজ্ঞান,
কর তবে শীঘ্র পাপের সমাধান।।


No comments:

Post a Comment