ভ্রষ্টা
আব্দুল মান্নান মল্লিক
পাপ করেছি ভুল করেছি
বুঝিনি তো আগে,
কলঙ্ক ভার মাথায় ধরেছি
আছে যেটা ভাগ্যে।
যেমন খুশি দেখায় লোকে
আঙুল তুলে হায়,
মান ইজ্জত হারাই শোকে
লজ্জার মাথা খাই।
বৃথায় জীবন গুনাহে মরি
তুইযে অলঙ্কার,
বদনাম সহে বাঁচতে পারি
তাইতো অহংকার।
দিব্যি দিয়ে বলছি তোরে
পাপিষ্ঠিরে যাস ভুলে,
পরিচয়-হীনে বাঁচিস সরে
দাবি নাই জাতকুলে।
জ্ঞানের নয়ন খুলবে যখন
ছাড়বো পরের ঘরে,
মায়ের কর্তব্য হইলে পূরণ
যাব অনেক দূরে।
নিজের হাতে হৃদয় ছেদন
কাউকে পারে দিতে?
ছাড়ছে মাতা মায়ার বন্ধন
দিচ্ছে অপর হাতে।
বুক ভেসে যায় অশ্রুজলে
হৃদয় মাঝে অনল,
স্বর্গ উদ্যানে ধরবো আঁচল
মুছাবো নয়ন জল।
দেখলে সবাই নামটা ধরে
গালি দিবে অনর্গল,
দিসরে আমায় ক্ষমা করে
রাখিস তবু মনোবল।
মাতৃ সূচনা গোপণ করিস
জিগায় যদি লোকে,
বলিস তাদের একটি কথা
দেখিনি মাকে চোখে।
তফাতে যত থাকবো আমি
করবো দোয়া তোরে,
মোর হৃদয়ের চাইতে দামি
তবুও রাখছি দূরে।
আব্দুল মান্নান মল্লিক
পাপ করেছি ভুল করেছি
বুঝিনি তো আগে,
কলঙ্ক ভার মাথায় ধরেছি
আছে যেটা ভাগ্যে।
যেমন খুশি দেখায় লোকে
আঙুল তুলে হায়,
মান ইজ্জত হারাই শোকে
লজ্জার মাথা খাই।
বৃথায় জীবন গুনাহে মরি
তুইযে অলঙ্কার,
বদনাম সহে বাঁচতে পারি
তাইতো অহংকার।
দিব্যি দিয়ে বলছি তোরে
পাপিষ্ঠিরে যাস ভুলে,
পরিচয়-হীনে বাঁচিস সরে
দাবি নাই জাতকুলে।
জ্ঞানের নয়ন খুলবে যখন
ছাড়বো পরের ঘরে,
মায়ের কর্তব্য হইলে পূরণ
যাব অনেক দূরে।
নিজের হাতে হৃদয় ছেদন
কাউকে পারে দিতে?
ছাড়ছে মাতা মায়ার বন্ধন
দিচ্ছে অপর হাতে।
বুক ভেসে যায় অশ্রুজলে
হৃদয় মাঝে অনল,
স্বর্গ উদ্যানে ধরবো আঁচল
মুছাবো নয়ন জল।
দেখলে সবাই নামটা ধরে
গালি দিবে অনর্গল,
দিসরে আমায় ক্ষমা করে
রাখিস তবু মনোবল।
মাতৃ সূচনা গোপণ করিস
জিগায় যদি লোকে,
বলিস তাদের একটি কথা
দেখিনি মাকে চোখে।
তফাতে যত থাকবো আমি
করবো দোয়া তোরে,
মোর হৃদয়ের চাইতে দামি
তবুও রাখছি দূরে।
No comments:
Post a Comment