মস্ত পালোয়ান
আব্দুল মান্নান মল্লিক
আমি এক মস্ত পালোয়ান,
এক নামেতে চেনা।
বলের কোনো নাই অনুমান,
শুনিনা কারও মানা।।
গাঁয়ের লোকে ডাকে মোরে,
পালোয়ান নাম ধরে।
কাছে আসতে ভয়ে মরে,
দাঁড়িয়ে থাকে দূরে।।
আরসোলাটি খুন করেছি,
যেদিন মাঝ পথে।
আসেনা কেউ কাছাকাছি,
দেখছে আড়ে ওতে।।
ছারপোকাটি ছুটে পালায়,
প্রাণ বাঁচাতে দৌড়ে।
আমায় দেখে রাস্তা হারায়,
হোঁচট খেয়ে পড়ে।।
পাঁচ লাঠিতে মাছি মারি,
সাত ঘুষিতে মশা।
একশ ওজনের তরবারি,
পিঁপড়া কাটা নেশা।।
বিড়াল তাড়াই দিনের বেলা,
নেঙটি ইঁদুর রাতে।
সাত চড়েতে ফড়িং কেল্লা,
জোনাকি মারি হাতে।।
বারো মাছি আঠারো মশা,
শত লোকের মাঝে।
কিল ঘুষিতে ঘায়েল দশা,
ভিড়েনা কেউ কাছে।।
থানার পুলিশ খুজে বেড়াই,
লুকায় ঘরের কোণে।
কি করিব কোথায় পালাই,
ভাবছি প্রতি-ক্ষণে।।
খুন খারাপির আসামি হয়,
ঘুম আসেনা রাতে।
দিনে রাতে পুলিশের ভয়,
ধরবে আচম্বিতে।।
আব্দুল মান্নান মল্লিক
আমি এক মস্ত পালোয়ান,
এক নামেতে চেনা।
বলের কোনো নাই অনুমান,
শুনিনা কারও মানা।।
গাঁয়ের লোকে ডাকে মোরে,
পালোয়ান নাম ধরে।
কাছে আসতে ভয়ে মরে,
দাঁড়িয়ে থাকে দূরে।।
আরসোলাটি খুন করেছি,
যেদিন মাঝ পথে।
আসেনা কেউ কাছাকাছি,
দেখছে আড়ে ওতে।।
ছারপোকাটি ছুটে পালায়,
প্রাণ বাঁচাতে দৌড়ে।
আমায় দেখে রাস্তা হারায়,
হোঁচট খেয়ে পড়ে।।
পাঁচ লাঠিতে মাছি মারি,
সাত ঘুষিতে মশা।
একশ ওজনের তরবারি,
পিঁপড়া কাটা নেশা।।
বিড়াল তাড়াই দিনের বেলা,
নেঙটি ইঁদুর রাতে।
সাত চড়েতে ফড়িং কেল্লা,
জোনাকি মারি হাতে।।
বারো মাছি আঠারো মশা,
শত লোকের মাঝে।
কিল ঘুষিতে ঘায়েল দশা,
ভিড়েনা কেউ কাছে।।
থানার পুলিশ খুজে বেড়াই,
লুকায় ঘরের কোণে।
কি করিব কোথায় পালাই,
ভাবছি প্রতি-ক্ষণে।।
খুন খারাপির আসামি হয়,
ঘুম আসেনা রাতে।
দিনে রাতে পুলিশের ভয়,
ধরবে আচম্বিতে।।
No comments:
Post a Comment