পারিনি বুঝিতে
আব্দুল মান্নান মল্লিক
তুমি হঠাৎ ঘুম ভাঙাবে
আমি জানতামনা
ওহে! হস্ত পুত্তলি পেয়েছ কি মোরে?
ইচ্ছাতে গড়িয়া ভেঙেছ কতবারে।
হয়ে মমতাহীনা,
আমি জানতামনা।
পড়ে রবে একা! যদিও তুমি মহান,
ভেবেছ কখনো? নিষ্ঠুরতার বিধান!
তবুও বিড়ম্বনা?
আমি জানতামনা।
দিলে ঘুম যদি, ভেঙে দাও অচিরে,
ব্যাকুলতার হৃদয়ে স্বপ্নের আসর ঘিরে।
তবে বসতামনা!
আমি জানতামনা!
নিষ্ঠুর হে তুমি! করিনি দ্বিধা কোনো কাজে,
ছিলাম তো আরও ভাল, চৈতন্যের মাঝে
খেলাতে উন্মাদনা,
আমি জানতামনা!
অকারণে করিলে কেন ছিন্ন মায়ার বন্ধন?
উত্তর দাও আজ, এতসব কিসের কারণ?
কিছু বুঝতামনা,
আমি জানতামনা!
বুলিয়ে মাথায় হাত ঘুমপাড়ানি গানে,
দিয়ে ফুঁক চোখের পাতায় মায়ার টানে!
বুঝলে ঘুমাতামনা।
আমি জানতামনা!
চোখে দিয়ে ঘুম, করেছিলে অবসান চৈতন্য,
হয়েছ তুমি নিষ্ঠুর সেদিন, করেছি সেদিনও
তোমার সাধনা,
আমি জানতামনা।
ছেড়ে দাও তবে চাহিনা ফিরিতে তম কাছে,
মায়াহীনে কেমনে ছিলে, ছিলাম অগ্নিমাঝে!
করেছ বাহানা?
আমি জানতামনা!
কথা দাও! করিবেনা আর পরিক্ষা মোরে!
নিবেকি এবে আঁচলে ভরে, দিওনা ঘুমঘরে
না আর! অবমাননা,
আমি জানতামনা!
বুঝিতে পারিনি আজও তম এই খেলা,
বরফ কখনো তাপে আগুন হয় শীতলা।
তোমার ধারণা!
আমি জানতামনা!
আব্দুল মান্নান মল্লিক
তুমি হঠাৎ ঘুম ভাঙাবে
আমি জানতামনা
ওহে! হস্ত পুত্তলি পেয়েছ কি মোরে?
ইচ্ছাতে গড়িয়া ভেঙেছ কতবারে।
হয়ে মমতাহীনা,
আমি জানতামনা।
পড়ে রবে একা! যদিও তুমি মহান,
ভেবেছ কখনো? নিষ্ঠুরতার বিধান!
তবুও বিড়ম্বনা?
আমি জানতামনা।
দিলে ঘুম যদি, ভেঙে দাও অচিরে,
ব্যাকুলতার হৃদয়ে স্বপ্নের আসর ঘিরে।
তবে বসতামনা!
আমি জানতামনা!
নিষ্ঠুর হে তুমি! করিনি দ্বিধা কোনো কাজে,
ছিলাম তো আরও ভাল, চৈতন্যের মাঝে
খেলাতে উন্মাদনা,
আমি জানতামনা!
অকারণে করিলে কেন ছিন্ন মায়ার বন্ধন?
উত্তর দাও আজ, এতসব কিসের কারণ?
কিছু বুঝতামনা,
আমি জানতামনা!
বুলিয়ে মাথায় হাত ঘুমপাড়ানি গানে,
দিয়ে ফুঁক চোখের পাতায় মায়ার টানে!
বুঝলে ঘুমাতামনা।
আমি জানতামনা!
চোখে দিয়ে ঘুম, করেছিলে অবসান চৈতন্য,
হয়েছ তুমি নিষ্ঠুর সেদিন, করেছি সেদিনও
তোমার সাধনা,
আমি জানতামনা।
ছেড়ে দাও তবে চাহিনা ফিরিতে তম কাছে,
মায়াহীনে কেমনে ছিলে, ছিলাম অগ্নিমাঝে!
করেছ বাহানা?
আমি জানতামনা!
কথা দাও! করিবেনা আর পরিক্ষা মোরে!
নিবেকি এবে আঁচলে ভরে, দিওনা ঘুমঘরে
না আর! অবমাননা,
আমি জানতামনা!
বুঝিতে পারিনি আজও তম এই খেলা,
বরফ কখনো তাপে আগুন হয় শীতলা।
তোমার ধারণা!
আমি জানতামনা!
No comments:
Post a Comment