পাথরের কান্না
আব্দুল মান্নান মল্লিক
বহির্গমন হইয়া অনড়, পদ রাখ লোনাজলে,
সর্বোচ্চে উঁচিয়ে শীর্ষ, রয়েছ আকাশতলে।
ভূগর্ভের দেওয়াল ভেঙে, উদিত ভূমি পরে,
কান্নার ধ্বনি শুনি, আজও তোমার অন্তরে।
চাপা পড়া অজস্র প্রাণ, হাজারে হাজারে,
চিৎকারের আওয়াজ সেথায়, যুগযুগান্তরে।
কান্নার চোখের জল, গড়িয়ে পড়ে ঝরনা,
সর্বাঙ্গ ভিজিয়া মিশে, লোনাজলে অধুনা।
সারা জগৎ ভেবেছিল, তোমার আগমনে,
পণ্ডিতেরা পাইনি খুজে, প্রাচীন বিবরণে।
নড়েচড়ে বসেছ এবার, সেদিনের সাড়ায়,
ভেঙে পড়বে শীর্ষ তোমার, হইবে অসহায়।
বার্তাবাহী অম্বুদ তখন, পাইবেনা অবকাশ,
বিমুখ হইবে চাইবেনা ফিরে, যখন সর্বনাশ।
তোমা হতে বড় কেহ, আসিবারে হেথায়,
সাজতে করেছে শুরু, কালের অপেক্ষায়।
আতঙ্কিত তুমিও সেদিন, কম্পনের ফলে,
ফিরিবারে উদ্যোগ পুনর, যাইতে ভূতলে।
দিয়ে যেতে হবে আজ, তোমারে জবাব,
নিরবে দেখাও কেন? ক্ষমতার অনু-ভাব?
আব্দুল মান্নান মল্লিক
বহির্গমন হইয়া অনড়, পদ রাখ লোনাজলে,
সর্বোচ্চে উঁচিয়ে শীর্ষ, রয়েছ আকাশতলে।
ভূগর্ভের দেওয়াল ভেঙে, উদিত ভূমি পরে,
কান্নার ধ্বনি শুনি, আজও তোমার অন্তরে।
চাপা পড়া অজস্র প্রাণ, হাজারে হাজারে,
চিৎকারের আওয়াজ সেথায়, যুগযুগান্তরে।
কান্নার চোখের জল, গড়িয়ে পড়ে ঝরনা,
সর্বাঙ্গ ভিজিয়া মিশে, লোনাজলে অধুনা।
সারা জগৎ ভেবেছিল, তোমার আগমনে,
পণ্ডিতেরা পাইনি খুজে, প্রাচীন বিবরণে।
নড়েচড়ে বসেছ এবার, সেদিনের সাড়ায়,
ভেঙে পড়বে শীর্ষ তোমার, হইবে অসহায়।
বার্তাবাহী অম্বুদ তখন, পাইবেনা অবকাশ,
বিমুখ হইবে চাইবেনা ফিরে, যখন সর্বনাশ।
তোমা হতে বড় কেহ, আসিবারে হেথায়,
সাজতে করেছে শুরু, কালের অপেক্ষায়।
আতঙ্কিত তুমিও সেদিন, কম্পনের ফলে,
ফিরিবারে উদ্যোগ পুনর, যাইতে ভূতলে।
দিয়ে যেতে হবে আজ, তোমারে জবাব,
নিরবে দেখাও কেন? ক্ষমতার অনু-ভাব?
No comments:
Post a Comment