বিভ্রান্তি
আব্দুল মান্নান মল্লিক
সূর্য ঘুরছে চন্দ্র ঘুরছে, ঘুরছে তারা গ্রহ,
বিশ্বটাও ঘুুরছে নাকি, বলতে পারে কেহ?
অবিরামে ঘুরছে সবাই, ঘুরছে সারা দেশ,
হবে কি আর এই জীবনে, সমাধানের শেষ?
ঘুরতে থাকে সুতো যখন, লাটিম যায় থেমে,
সুতো যখন থামে তখন, লাটিম পুরোদমে।
জ্যোতিষীরা ভাবছে বসে, সঙ্গে জ্ঞানী-গুনি,
শাস্ত্র কথা তুলছে যাজক, কার কথাটা শুনি।
মাস ঘুরছে ঋতু ঘুরছে, আসছে বছর ঘুরে,
সমুদ্র জল গগন ছুঁয়ে, আবার সমুদ্রে ফিরে।
চন্দ্র সূর্য ধরণী যখন, একটি সরল রেখায়,
চন্দ্র গ্রহণ দেখছি যখন, সূর্য থাকে কোথায়?
অন্ধ যারা ভাবছে তারা, দুনিয়াটা আঁধার,
মেনে নিতে কষ্ট কেন, দ্বিমত কেন আবার।
রোগ বৃদ্ধিই ঘুরছে মাথা, ঘুরছে ভাবি জগৎ,
চিরতরে মিটবে নাকি, থেকেই যাবে দ্বিমত।
ঘুরছি রোগে ভাবছি মিছে, ঘুরছে সর্বজনে,
একটি প্রশ্ন রেখে গেলাম, দ্বিধা কেন মনে?
আব্দুল মান্নান মল্লিক
সূর্য ঘুরছে চন্দ্র ঘুরছে, ঘুরছে তারা গ্রহ,
বিশ্বটাও ঘুুরছে নাকি, বলতে পারে কেহ?
অবিরামে ঘুরছে সবাই, ঘুরছে সারা দেশ,
হবে কি আর এই জীবনে, সমাধানের শেষ?
ঘুরতে থাকে সুতো যখন, লাটিম যায় থেমে,
সুতো যখন থামে তখন, লাটিম পুরোদমে।
জ্যোতিষীরা ভাবছে বসে, সঙ্গে জ্ঞানী-গুনি,
শাস্ত্র কথা তুলছে যাজক, কার কথাটা শুনি।
মাস ঘুরছে ঋতু ঘুরছে, আসছে বছর ঘুরে,
সমুদ্র জল গগন ছুঁয়ে, আবার সমুদ্রে ফিরে।
চন্দ্র সূর্য ধরণী যখন, একটি সরল রেখায়,
চন্দ্র গ্রহণ দেখছি যখন, সূর্য থাকে কোথায়?
অন্ধ যারা ভাবছে তারা, দুনিয়াটা আঁধার,
মেনে নিতে কষ্ট কেন, দ্বিমত কেন আবার।
রোগ বৃদ্ধিই ঘুরছে মাথা, ঘুরছে ভাবি জগৎ,
চিরতরে মিটবে নাকি, থেকেই যাবে দ্বিমত।
ঘুরছি রোগে ভাবছি মিছে, ঘুরছে সর্বজনে,
একটি প্রশ্ন রেখে গেলাম, দ্বিধা কেন মনে?
No comments:
Post a Comment