একটি পথের সাথী
আব্দুল মান্নান মল্লিক
তিন রাখালের গড়া সমাজ
তারাই জগত গুরু,
ছাগল ভেড়া চরিয়ে গেছে
কেউ চরিয়ে গরু।
একে একে আসলো তখন
সংকটের সেই মুখে,
সংকট বাঁধন করলো ছেদন
তাইতো আছি সুখে।
রহস্য জীবন ছিলো তাদের
মোদের ভাবনা ভেবে,
তিন রাখালের দীক্ষা নিয়ে
চলবো মিশে সবে।
উক্তির সমন্বয় ছিলো সবার
আমরা মানব জাতি,
মিলে-মিশে চলবো সবাই
একটি পথের সাথী।
মন্দির মসজিদ গির্জা মানি
তাদের নিয়ে সমাজ,
পুজো প্রার্থনা করছে কেহ
পড়ছে কেহ নামাজ।
পাশব বিহগ মানব সমাজ
ভাষাতে হয় ভিন্ন,
ধর্মের আসন গড়ছে সবাই
একটি রাস্তার জন্য।
তিন রাখালের গড়া সমাজ
তারাই জগত গুরু,
ছাগল ভেড়া চরিয়ে গেছে
কেউ চরিয়ে গরু।
একে একে আসলো তখন
সংকটের সেই মুখে,
সংকট বাঁধন করলো ছেদন
তাইতো আছি সুখে।
রহস্য জীবন ছিলো তাদের
মোদের ভাবনা ভেবে,
তিন রাখালের দীক্ষা নিয়ে
চলবো মিশে সবে।
উক্তির সমন্বয় ছিলো সবার
আমরা মানব জাতি,
মিলে-মিশে চলবো সবাই
একটি পথের সাথী।
মন্দির মসজিদ গির্জা মানি
তাদের নিয়ে সমাজ,
পুজো প্রার্থনা করছে কেহ
পড়ছে কেহ নামাজ।
পাশব বিহগ মানব সমাজ
ভাষাতে হয় ভিন্ন,
ধর্মের আসন গড়ছে সবাই
একটি রাস্তার জন্য।
No comments:
Post a Comment