স্বরচিত কবিতা
জীবন তীরে
সম্মুখে উদধি
উন্মাদ তরঙ্গ খেলা করে,
নেত্রকোণা ক্ষয়িত অশ্রুজলে।
কেন তবু সদা কুচানলে,
তপ্ত সিকতা কদমতলে।
কদাচিৎ আতশী সর্বাঙ্গ
প্লাবিত পূণর শিক্ত।
তবে কি, স্বয়ং দাঁড়িয়ে বিহ্বলে?
না, না!
অগম্য পশ্চাত্পদ পথ করেছি পরাস্ত বাহুবলে।
তবু কেন অদ্য স্পন্দিত হৃদয়, তম দ্বারে,
বন্ধ কর উন্মাদ, শান্ত হও এবারে।
দয়া করহে উন্মাদ উদধি যাইবারে আত্মালয়ে
কতশত কদম-চিহ্ন তোমার ওই পাষাণ বক্ষে।
তবু কেন বিরহে মুই, অপেক্ষায় তটে?
উন্মাদ লহরীতে ক্রন্দনের সুর মিশিয়ে দিয়ে!
No comments:
Post a Comment