স্বপ্ন সিদ্ধ
আব্দুল মান্নান মল্লিক
অশ্বত্থ গাছের মাথার উপর,
ঐ যে সোনার রবি।
আজকে বুঝি স্বপ্নে হারা,
ফিরে পাওয়া ছবি।।
দিঘীর ধারে ভিজা মাটি,
বসতে ভিজে বসন।
পদ্মা পাতায় তৈরী করি,
বসার মতো আসন।।
দিঘীর জলে জলতরঙ্গে,
দোলন খেলে রবি।
ভাঙে আবার গড়ে কখন,
স্বপ্নের অনু-ভাবী।।
মাধবী বনে দিঘীর পাড়ে,
রং-বেরঙের পাখি।
অতি মনোহর প্রথম দিনের,
প্রাতকালের বৈশাখী।।
চিৎকার আর চেঁচামেচি,
পাখিদের কল্লোলে।
পাখিরা সব চান করে যায়,
পদ্মপাতার জলে।।
বক উড়ে যায় গগন পারে,
রবিকর তার গায়ে।
মন উদাসী তাকিয়ে থাকি,
আকাশ পানে চেয়ে।।
হারানো সেই স্বপ্ন আবার,
দেখছি নতুন ফিরে।
বাস্তব রূপে সপ্নের দেশটি,
সাজলো কেমন করে?
আব্দুল মান্নান মল্লিক
অশ্বত্থ গাছের মাথার উপর,
ঐ যে সোনার রবি।
আজকে বুঝি স্বপ্নে হারা,
ফিরে পাওয়া ছবি।।
দিঘীর ধারে ভিজা মাটি,
বসতে ভিজে বসন।
পদ্মা পাতায় তৈরী করি,
বসার মতো আসন।।
দিঘীর জলে জলতরঙ্গে,
দোলন খেলে রবি।
ভাঙে আবার গড়ে কখন,
স্বপ্নের অনু-ভাবী।।
মাধবী বনে দিঘীর পাড়ে,
রং-বেরঙের পাখি।
অতি মনোহর প্রথম দিনের,
প্রাতকালের বৈশাখী।।
চিৎকার আর চেঁচামেচি,
পাখিদের কল্লোলে।
পাখিরা সব চান করে যায়,
পদ্মপাতার জলে।।
বক উড়ে যায় গগন পারে,
রবিকর তার গায়ে।
মন উদাসী তাকিয়ে থাকি,
আকাশ পানে চেয়ে।।
হারানো সেই স্বপ্ন আবার,
দেখছি নতুন ফিরে।
বাস্তব রূপে সপ্নের দেশটি,
সাজলো কেমন করে?
No comments:
Post a Comment