স্বরচিত কবিতা
নাইবা পেলাম স্বীকৃতি
বৃক্ষশাখায় ঝুলে আছি ফুটন্ত ফুল আমি,
নুয়ে পড়বো ছুঁতে সবার পদতলের ভুমি।
ফুল হয়ে ফুটে আছি নাইবা পেলাম কদর!
কতশত লোকের কাছে পেয়েছি কত আদর।
ফুটা ফুল বৃক্ষশাখায় পায়নি আজ স্বীকৃতি!
তাই বলে কি হয়ে থাকি কুঁড়িতে আকৃতি?
বাসে যদি সবাই ভাল সার্থক জীবন মোর,
দুহাত বাড়ায় ভালবাসার খুলে দিয়ে দোর।
দেবতা মুকে জায়গা দিল নিজের পদতলে!
চাইনা আমি স্বত্বাধিকার ফুটে আছি আহলে।
খুকুমণি আদর করে হাসিতে ধরে আমায়,
নিষ্পলকে আমার দিকে চেয়ে থাকে সদাই।
ছোট পাখি প্রজাপতি চুম্বনে আদর করে,
মিস্টি সুরের গান শুনিয়ে ভ্রমর যায় উড়ে।
চাইনা আমি তোমার কদর ভূবনের অধীশ্বর,
ফুটার আগে চেয়ে ছিলো স্বর্গরাজ্যে ঈশ্বর।
করোনা দূষণ প্রভাব দিয়ে ভূবনের অধীস্বর,
কালির আঁচড় দেখে যদি কুপিত হবে ঈশ্বর।
No comments:
Post a Comment