খুকুমণির বিয়ে
আব্দুল মান্নান মল্লিক
বিয়ের কনে সাজব মাগো
দিদির মতো করে,
ঘোমটা দিয়া পরাও শাড়ি
যাব বরের ঘরে।
চন্দন ফোটাই চমক দিব
কপাল আলো করে,
বর আসবে তখন আমার
পাল্কি গাড়িয় চড়ে।
মেহেদীর ছাপ দিও হাতে
আলতা দিও পায়ে,
গহনা দিয়ে ভরিয়ে দিও
আমার সারা গায়ে।
সিঁথির মাঝে দিও একটু
সিঁদুরে আঁকা দাগ,
কি-জানি কে দিয়েছিল
দিদির সিঁথেই ফাগ।
ঢোল বাজবে কাঁসর বাজবে
নাচবে ছেলে মেয়ে,
দিদির মতো বসবো পিঁড়েই
করবো আমি বিয়ে।
পাড়ার লোকে দেখবে এসে
বউ সাজব যখন,
স্বজন সবে আসবে আবার
দিবে গালে চুমন।
আব্দুল মান্নান মল্লিক
বিয়ের কনে সাজব মাগো
দিদির মতো করে,
ঘোমটা দিয়া পরাও শাড়ি
যাব বরের ঘরে।
চন্দন ফোটাই চমক দিব
কপাল আলো করে,
বর আসবে তখন আমার
পাল্কি গাড়িয় চড়ে।
মেহেদীর ছাপ দিও হাতে
আলতা দিও পায়ে,
গহনা দিয়ে ভরিয়ে দিও
আমার সারা গায়ে।
সিঁথির মাঝে দিও একটু
সিঁদুরে আঁকা দাগ,
কি-জানি কে দিয়েছিল
দিদির সিঁথেই ফাগ।
ঢোল বাজবে কাঁসর বাজবে
নাচবে ছেলে মেয়ে,
দিদির মতো বসবো পিঁড়েই
করবো আমি বিয়ে।
পাড়ার লোকে দেখবে এসে
বউ সাজব যখন,
স্বজন সবে আসবে আবার
দিবে গালে চুমন।
No comments:
Post a Comment